Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৭, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:১৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রথমবার একসঙ্গে তাহসান-পূর্ণিমা


২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার, ১০:৩৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


প্রথমবার একসঙ্গে তাহসান-পূর্ণিমা

ঢাকা : নতুন বছরের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান ও চিত্রনায়িকা পূর্ণিমা। সাগর জাহান পরিচালিত ‘ভালোবাসাবাসি’ নাটকে দেখা যাবে তাদের।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। বিরতি দিয়ে আগামী সপ্তাহে শেষ হবে এর শুটিং। আর এটি প্রচার হবে আসছে ভালোবাসা দিবসে।

‘ভালোবাসাবাসি’ শিরোনামের নাটকটিতে দেখা যাবে, প্রিয় মানুষের অতিরিক্ত যত্ন কখনও বিরক্তির কারণ হয়ে যায়। প্রিয় মানুষের ফলে বাইরে গিয়ে অন্য মানুষের যত্ন পাওয়ার আশা তৈরি হয়। ঠিক সেসময়ে প্রিয় মানুষের ভালোবার অনুভূতি তৈরি হয় দুজনার মনে। এমনি এক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে নাটকটি।

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও বিশেষ দিবসের নাটকে দেখা মেলে তার। অন্যদিকে তাহসান খান নাটক ও স্টেজ শোর পাশাপাশি সিনেমাতেও ব্যস্ত সময় পার করছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।