Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩২, রোববার ২১ ডিসেম্বর ২০২৫

নতুন জুতায় পায়ে ফোস্কা? রয়েছে সহজ সমাধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ২৯ জুন ২০১৯

প্রিন্ট:

নতুন জুতায় পায়ে ফোস্কা? রয়েছে সহজ সমাধান

ঢাকা : নতুন জুতা কিনলে আমাদের অনেকেরই পায়ে ফোস্কা পড়ে। এই সমস্যার রয়েছে সহজ সমাধান। আসুন জেনে নেই কীভাবে এই সমস্যার সমাধান করতে হবে।

১) নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

২) নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগিয়ে দেখুন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে যাবে।
৩) নতুন জুতা পরার আগে পায়ে ভাল করে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৪) জুতার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৫) জুতার চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতোর ওই জায়গাগুলো কিছুটা নরম হয়ে যাবে। কমবে ফোস্কা পড়ার ঝুঁকিও।

Walton
Walton