Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০, ৩:৩০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঢাকা ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ জানুয়ারিতে


০১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার, ০৫:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ঢাকা ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ জানুয়ারিতে

ঢাকা : ১৮তম ঢাকা ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী বছর ১১ থেকে ১৯ জানুয়ারি। ‘উত্তম চলচ্চিত্র, উত্তম দর্শক এবং ভালো সমাজ’ শ্লোগানে অনুষ্ঠিতব্য এই উৎসবের প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। প্রায় ৭০টি দেশ থেকে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে অংশ নিবে ২০০টি চলচ্চিত্র।

এই উৎসবে ‘এশিয় সিনেমা বিভাগ’, ‘রেট্রোস্পেক্টিভ’, ‘বাংলাদেশ প্যানোরামা বিভাগ’, ‘সিনেমা’, ‘সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড সেকশন‘, ‘শিশু চলচ্চিত্র বিভাগ’, ‘নারী চলচ্চিত্র বিভাগ’, ‘সংক্ষিপ্ত এবং স্বাধীন চলচ্চিত্র বিভাগ’ এবং ‘আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগ’ ক্যাটাগরিতে চলচ্চিত্র প্রদর্শন হবে ।

চলচ্চিত্রের বৃহত্তর এই আসরে অংশগ্রহণ করা প্রতিটি চলচ্চিত্র ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর জন্য বাংলাদেশ ফিল্ম সেন্সরশীপ বোর্ডে জমা দিতে হবে। বাংলাদেশের সেন্সর বোর্ড কোন নগ্নতা, অশ্লীলতা, যৌন দৃশ্য, সমকামিতা প্রচার, যে কোন ধর্ম বা কোন চলচ্চিত্র বা কোন দৃশ্য যা দেশের আন্তর্জাতিক বন্ধন ক্ষতি করতে পারে তা অগ্রহনযোগ্য। এতে অংশ নিতে আগ্রহীদের আগামী৩০ সেপ্টেম্বর২০১৯-এর মধ্যে চলচ্চিত্রের লিঙ্ক পাঠানোর আহ্বান করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।