Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩২, মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫

ঢাকায় আসছেন মিস ওয়ার্ল্ড মানসী চিল্লার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ঢাকায় আসছেন মিস ওয়ার্ল্ড মানসী চিল্লার

ঢাকা : ঢাকায় আসছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মানসী চিল্লার।‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর এবারের প্রতিযোগিতার অতিথি বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর মানুষী ‘মিস ওয়ার্ল্ড’র মুকুট ভারতে ফিরিয়ে এনেছিলেন।

মানুষীর বাংলাদেশের আসার খবরটি জানিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর আয়োজক অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। শনিবার দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি।

এ সময় মেহেদী হাসান বলেন, ‘আয়োজনের গালা ইভেন্টের জন্য মানসী চিল্লারের সঙ্গে কথা বলেছি। সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর এ ব্যাপারে ভিডিও বার্তার মাধ্যমে আমরা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করবো বিষয়টি।’

অবিবাহিত ১৮ থেকে ২৭ বছর বয়সী প্রায় ৩০ হাজার বাংলাদেশি প্রতিযোগী নিয়ে বাছাইপর্ব শুরু হচ্ছে ১৬ সেপ্টেম্বর। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’র মূল মঞ্চে অংশগ্রহণ করবেন।

এবার বিচারকের দায়িত্ব পালন করবেন নায়িকা মৌসুমী, নায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables