Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম আর নেই

ঢাকা : চলচ্চিত্র পরিচালক হাছিবুল ইসলাম মিজান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বনশ্রী নিজ বাসায় ইন্তেকাল করেন।

গুণী এই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথমে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও পরে হাছিবুল ইসলাম মিজানের ফেসবুক প্রোফাইল থেকে তার ছেলে রাশেদুল ইসলাম ইফাজ স্ট্যাটাস দেন।

হাছিবুল ইসলাম মিজানের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসাসফল ছবি হচ্ছে ‘আমার স্বপ্ন তুমি’। ২০০৫ সালে ছবিটি মুক্তি পায়। এ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ক্যারিয়ারের উত্থান শুরু। এরপর এই নির্মাতা কপাল, জন্ম, হৃদয়ে আছো তুমি ছবিগুলো নির্মাণ করেন। তার নির্মাণাধীন ছবি হচ্ছে ‘ফুলবানু’।

Walton
Walton