Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩২, মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫

এমিজয়ী অভিনেতা রিপ টর্ন আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১০ জুলাই ২০১৯

প্রিন্ট:

এমিজয়ী অভিনেতা রিপ টর্ন আর নেই

ঢাকা : প্রখ্যাত মার্কিন অভিনেতা রিপ টর্ন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নিজ বাড়িতে মঙ্গলবার বিকেলে বর্ষীয়ান এই অভিনেতা চির বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৫৭ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। জীবনের শেষ সময় পর্যন্ত স্ত্রী অ্যামি রাইট, এবং দুই মেয়ে তার পাশে ছিলেন। তার মৃত্যুর কোন কারণ পরিবার থেকে জানানো হয়নি। তবে বার্ধক্যজনি রোগে মারা গেছেন বলেই জানিয়েছেন আন্তর্জাতিক মিডিয়া।

রিপ টর্ন অ্যামি জয়ী অভিনেতা। টাইম লিমিট, সুইট বার্ড অব ইয়থ, ক্রিটিক্স চয়েস, দ্য সিনসিনাটি কিড, ম্যান ইন ব্ল্যাক সও পর্ক চপ হিলস এর মতো অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। একজন মুক্তচিত্তের অধিকারী ছিলেন রিপ টর্ন।

টেলিভিশনে প্রদর্শিত কমেডি ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে এমি অ্যাওয়ার্ড পান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables