Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৯ ১৪৩২, শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬

গ্যাসের স্বল্পচাপ থাকবে শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ২৩ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

গ্যাসের স্বল্পচাপ থাকবে শনিবার

ফাইল ছবি

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানায় তিতাস। এতে বলা হয়, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এতে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পখাতে সাময়িক অসুবিধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Walton
Walton