Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২০ ১৪৩২, রোববার ০৪ জানুয়ারি ২০২৬

ইফতারের মুহূর্তের ছবি তুলে জিতে নিন অপোর বিশেষ উপহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৮ মে ২০২০

প্রিন্ট:

ইফতারের মুহূর্তের ছবি তুলে জিতে নিন অপোর বিশেষ উপহার

ঢাকা : রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ক্যাম্পেইন আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড অপো।ক্যাম্পেইনের অংশ হিসেবে ইফতারের ছবি ফেসবুকে শেয়ার করে জিতে নেয়া যাবে আকর্ষণীয় উপহার।

করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় প্রতি বছরের মতো এবার ইফতারের সেই চেনা আমেজ চোখে পড়ছে না। ঘরে অবস্থানের কারণে বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে ইফতার করার সুযোগ না মিললেও ছবি তুলে এ মুহূর্তটি ভাগাভাগি করে নেয়ার সুযোগ করে দিতেই অপোর এ আয়োজন।

অপোর ফেসবুক পেজে থাকা ক্যাম্পেইন পোস্টে ইফতারের ছবি শেয়ার করে যে কেউ এতে অংশ নিতে পারবেন। ছবি শেয়ার দিতে হবে #StayHomeStaySafe ও #ShareLoveWithOPPO হ্যাশট্যাগ ব্যবহার করে।

এরই মধ্যে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১২ মে পর্যন্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে অপোর পক্ষ থেকে দেয়া হবে বিশেষ উপহার।

ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে অপো বাংলাদেশের ফেসবুক পেজ (facebook.com/oppobangladesh) থেকে।

Walton
Walton