Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ১১ আগস্ট ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ইউএফও’র ভিডিও প্রকাশ করল পেন্টাগন


২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার, ০৮:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ইউএফও’র ভিডিও প্রকাশ করল পেন্টাগন

আন আইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্ট (ইউএফও) নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এ নিয়ে চালু রয়েছে অনেক গাল-গল্পও। এর অস্তিত্ব আদৌ আছে কি-না, এ নিয়ে বিতর্কেরও শেষ নেই।

কিন্তু সোমবার পেন্টাগনের এক চাঞ্চল্যকর পদক্ষেপ সারা দুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে। তিনটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর। আর এই ভিডিওতেই দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌ-সেনারা ইউএফও-র মুখোমুখি হয়েছেন। খবর সিএনবিসি

দেশটির প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই অস্পষ্ট ভিডিওগুলো রিলিজ করা হয়েছে, যাতে মানুষের মনে ইউএফও-র অস্তিত্ব নিয়ে কোনও রকম ভুল ধারণা অথবা দ্বিধা না থাকে। পেন্টাগন জানায়, এই ভিডিওতে এমন সব `অব্যক্ত বায়বীয় ঘটনা` নজরে এসেছে, যা আগে কখনও দেখা যায়নি।

এরই আগেই কিছু ইউএফও-র ভিডিও তোলা হয়েছিল, যা একসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফাঁস হয়ে যায়। সে সময়ে এই দাবি বিশেষজ্ঞরা খারিজ করে দিয়ে বলেছিলেন- সেগুলো ইউএফও নয়, বরং বায়ুমণ্ডলীয় প্রভাব এবং প্রতিবিম্ব অথবা নিউরোলজিকাল ওভারলোড।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।