Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এই হার লজ্জার নয়, কষ্টের : সাকিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ২০:১৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

এই হার লজ্জার নয়, কষ্টের : সাকিব

ঢাকা : এলিট ক্রিকেটে আনকোরা আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাটিং, বোলিং, প্লানিং-সব জায়গাতেই হেরেছে স্বাগতিকরা। ম্যাচ বাঁচাতে ডাকতে হয়েছে বৃষ্টিকেও! কিন্তু কোনো কিছুতেই শেষ রক্ষা হয়নি।

রশিদ, জহিরদের স্পিন পড়তেই পারলেন না মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহদের মতো অভিজ্ঞরা। সৌম্য, লিটন, মুমিনুলদের ব্যাটিংও ছিলো দৃষ্টিকটূ। তবে এত বড় হারকেও লজ্জার বলতে নারাজ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, এই হার কষ্টদায়ক তবে লজ্জাজনক না।

শেষ সেশনে মাত্র ১৮.৩ ওভার টিকতে পরলেই ড্র হয়ে যেতো চট্টগ্রাম টেস্ট। হাতে ছিল ৪টি উইকেট। সৌম্য সরাকর এবং সাকিব ছিলেন এরমধ্যে। সেখান থেকে দল অলআউট হয়ে গেলো ৩.২ ওভার বাকি থাকতেই। এমন হার কতটা লজ্জার? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, একটুও লজ্জাজনক বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, কষ্টদায়ক অবশ্যই; লজ্জাজনক না।‘

নিজেদের ব্যর্থতার স্বীকার করার পাশাপাশি আফগানিস্তানকেও কৃতিত্ব দিচ্ছেন সাকিব। তিনি বলেন, খারাপ খেলেছি, ম্যাচ হেরেছি। ওভারঅল আমরা খুবই বাজে খেলেছে এবং একইসাথে আফগানিস্তানও খুব ভালো খেলেছে।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের বাজে স্মৃতি তাজা থাকতে থাকতেই ত্রিদেশীয় টি-২০ সিরিজে মাঠে নামতে হবে সাকিবদের যেখানে দলকে নেতৃত্ব দিবেন তিনিই। দলের মনোবল ফিরে পেতে প্রথম ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি।

‘এখানে যারা আছেন তারাই হয়তো টি-২০ সিরিজ খেলবে। সবার মেন্টালিটি চেঞ্জ করে আবার টি-২০ ফরমেশনে আনতে হবে। একইসাথে পারফর্মও করতে হবে। আমাদের জন্য কঠিন কিন্তু টুর্নামেন্টে ভালো একটা শুরু করতে পারলে সেটা আমাদের জন্য পজিটিভ।’

এদিকে হার দিয়েই মিশন শুরু হলো নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর। এটা নিয়ে একটু রসিকতাও করলেন সাকিব।

‘নতুন কোচ যেই আসে তার কপালটাই..., শুরুই মনে হয় এমন হয়। স্টিভ রোডস যখন আসে তখন আমরা ওয়েস্ট ইন্ডিজে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিলাম। একটা জিনিস ভালো যে, ওরা সবচেয়ে খারাপটা দেখেই ফেলে প্রথমে। এরচেয়ে খারাপ তো হওয়ার চান্স থাকে না। তারপর ওরা এটার উন্নতি দেখবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer