Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে ‘আলোকিত বাংলা’ ভাস্কর্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৯, ২৮ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ময়মনসিংহে ‘আলোকিত বাংলা’ ভাস্কর্য উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীতে প্রবেশ করার প্রধান সড়কে পৌরসভার উদ্যোগে ‘৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণের অংশ বিশেষ সৌন্দর্য্যবর্ধক “আলোকিত বাংলা” নামে একটি ভাস্কর্যের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ টার দিকে নগরীর ত্রিশাল বাস ষ্ট্যান্ড মোড়ে এই ভাস্কর্যটি উদ্বোধন করেন ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু।

১৯৭১ সালের ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণে বলে ছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” মুক্তিযুদ্ধের স্মৃতি ময়মনসিংহবাসীর কাছে তুলে ধরতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।

উদ্বোধনকালে পৌর মেয়র টিটু বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চেতনাকে ধারন করে দেশ পরিচালনা করছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন। সেই চেতনাকে প্রতিষ্ঠিত করতেই এই আলোকিত বাংলা ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer