ফাইল ছবি
শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকে আর্থিক কোনো সুবিধা দেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকে আর্থিক কোনো সুবিধা দেয়া হবে না। তবে তাদের কারও যদি কোনো বিশেষ দরকার হলে সরকার সহায়তা করবে।
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ বিষয়ে তিনি বলেন, এই তালিকাই শেষ না। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে আপাতত এটাই খসড়া চূড়ান্ত।
আ ক ম মোজাম্মেল হক আরও জানান, জাতীয় কমিটি চার পর্বে মোট ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ১৪টি ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়।
এ তালিকায় শিক্ষক ১৯৮, চিকিৎসক ১১৩, আইনজীবী ৫১, প্রকৌশলী ৪০, সরকারি ও বেসরকারি কর্মচারী ৩৭, সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলার অন্যান্য শাখার সংশ্লিষ্ট ব্যক্তি ৩০, সমাজসেবী ২৯, রাজনীতিক ২০, সাংবাদিক ও সাহিত্যিক ১৮ জন করে, বিজ্ঞানী ৩ এবং দার্শনিক, গবেষক ও চিত্রশিল্পী করে ১ জন করে রয়েছেন।