Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মুখের অবাঞ্ছিত রোম দূর করার সহজ উপায়

প্রকাশিত: ২৩:২৭, ১১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুখের অবাঞ্ছিত রোম দূর করার সহজ উপায়

ঢাকা: সানবার্ন, ব্রন, অ্যাকনে প্রভৃতি আমাদের সৌন্দর্যে বাধা সৃষ্টি করে। কিন্তু অনেকের ক্ষেত্রে সৌন্দর্যে আরও বেশি বাধা সৃষ্টি করে মুখমণ্ডলের অবাঞ্ছিত রোম। প্রচুর মানুষ এই সমস্যায় ভোগেন। কীভাবে এই সমস্যা থেকে প্রতিকার পাবেন তা বুঝতে পারেন না। ওটমিল স্ক্রাব, চিনি এবং দই মিশ্রিত স্ক্রাব, লেবুর রস এবং মধু এই সমস্যা থেকে মুক্তিতে কিছুটা সাহায্য করে।

আপনিও যদি এমন সমস্যায় পড়ে থাকেন, তাহলে ISSAC-এর ডার্মাটোলজিস্ট এবং মেডিক্যাল ডিরেক্টর গীতিকা মিত্তাল গুপ্তার কাছ থেকে জেনে নিন কী করবেন-

১) লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে ব্যবহার করলে তা মুখমণ্ডলের অবাঞ্ছিত রোম নির্মূল করতে সাহায্য করে। ৪ টেবিল চামচ মধু নিন। তার সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মেশান। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২দিন এটি ব্যবহার করলে উপকার পাবেন।

২) মুসুর ডাল এবং আলু ভালো করে মিক্সিতে মিশিয়ে নিন। তারপর সেটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩) মধু এবং দই মিশিয়ে মুখে মাখলেও উপকার দেয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer