Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা কাকন বিবি বীরপ্রতীক আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪৮, ২২ মার্চ ২০১৮

আপডেট: ০৩:৫০, ২২ মার্চ ২০১৮

প্রিন্ট:

মুক্তিযোদ্ধা কাকন বিবি বীরপ্রতীক আর নেই

ছবি : ফাইল ছবি

সিলেট : একাত্তরের রণাঙ্গণে লড়াকু মুক্তিযোদ্ধা কাঁকন বিবি বীরপ্রতীক মারা গেছেন। বুধবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করে জানান, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে আক্রান্ত কাঁকন বিবিকে গত সোমবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসের একাংশ কাজ করছিল না। বুধবার রাত ১১টা ৫ মিনিটে মুক্তিযোদ্ধা কাঁকন বিবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

একাত্তরের মুক্তিযুদ্ধে সদ্যোজাত মেয়ে সখিনাকে রেখে যুদ্ধে যাপিয়ে পড়েন কাঁকন বিবি। প্রথমে মুক্তিযুদ্ধের পক্ষে গুপ্তচরের কাজ করেন। জুনে তিনি পাক হানাদারেদের হাতে ধরা পড়েন। তাদের বাংকারে আটকে রেখে দিনের পর দিন তাঁর ওপর পাশবিক নির্যাতন চালায় পাকিস্তানি জান্তারা। ছাড়া পেয়ে তিনি মুক্তিযোদ্ধা রহমত আলীর কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের নভেম্বর মাসে টেংরাটিলার সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হন কাঁকন বিবি। ১৯৯৬ সালে তাঁকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। কাঁকন বিবির বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লীপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer