Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

বিসিবিকে আইনি নোটিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিসিবিকে আইনি নোটিশ

ঢাকা : আগামী ২ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক এবং বিশেষ সাধারণ সভা। কদিন আগেই এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতে আপত্তি তুলেছেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন। তাই আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের সাধারণ সভা ঘোষণা করার কোনো বৈধতা নেই বলে দাবি করেন মোবাশ্বের হোসেন।

রোববার পাঠনোর নোটিশে বলা হয়েছে, এ নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে বর্তমান বোর্ড সভাপতি এবং পরিচালনা পর্ষদকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

বিসিবি ও বিসিবি সভাপতি ছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং এর সচিব বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer