Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পরমাণু শক্তি কমিশন বিল, ২০১৭ পুঙ্খানুপুঙ্খ আলোচনার সিদ্ধান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ৫ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পরমাণু শক্তি কমিশন বিল, ২০১৭ পুঙ্খানুপুঙ্খ আলোচনার সিদ্ধান্ত

ঢাকা : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল, ২০১৭ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।কমিটি সভাপতি ডা. আ ফ ম রুহুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য ইমরান আহমেদ , মোহাম্মদ আমান উল্লাহ, আয়েন উদ্দীন এবং নুরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়াও বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer