Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দুঃসহ স্মৃতি নিয়ে দেশের পথে মেহেদী, স্বর্ণা ও অ্যানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১৬ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুঃসহ স্মৃতি নিয়ে দেশের পথে মেহেদী, স্বর্ণা ও অ্যানি

ঢাকা : দুঃসহ স্মৃতি নিয়ে দেশের পথে রওনা হয়েছেন নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া আরো তিন যাত্রী।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে বাংলাদেশের উদ্দেশে কাঠমান্ডু ছেড়ে আসা এই তিন জন হলেন মেহেদী হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলিমুন্নাহার অ্যানি। এ নিয়ে ওই দুর্ঘটনায় আহত বাংলাদেশি ১০ যাত্রীর মধ্যে পাঁচজন কাঠমান্ডু ছাড়লেন।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, তাদের বহনকারী বিমানটি বিকেল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

গত সোমবার ৭১ জন আরোহী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা বিমানটি দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ৫১ জন যাত্রীর প্রাণ হারান। এ ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer