Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান, শাহজালালের রানওয়ে বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান, শাহজালালের রানওয়ে বন্ধ

ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অস্বাভাবিক অবতরণে’র সময় ফেটে গেছে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজের একটি চাকা। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন। এই ঘটনার পর দুই ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রানওয়েতে বিমান চলাচল।

বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজটি ব্যাংকক থেকে রওনা হয়। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।

তিনি বলেন, ‘অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় উড়োজাহাজটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। ফলে এর একটি চাকা ফেটে যায়।’

 

 ওই ঘটনার পর পৌনে ২ ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজের উঠা-নামা বন্ধ রাখা হয়েছে। রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer