Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দায়িত্ব অবহেলায় প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, বরখাস্ত ৬

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ৩০ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দায়িত্ব অবহেলায় প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, বরখাস্ত ৬

ঢাকা : প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়ে দায়িত্ব অবহেলার অভিযোগে বিমানের ৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ।

মন্ত্রী বলেন, বিমানের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও ম্যানেজমেন্টের অদক্ষতার কারণে এ ত্রুটি হয়েছে। করাচি ক্রস করার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ত্রুটিটি ছিল; বিমানের ইঞ্জিনে অয়েল (লুব্রিকেন্ট) সিস্টেমের একটি নাট-বোল্ট অর্ধেক খোলা ছিল। ওই ঢিলা অংশ দিয়ে ইঞ্জিন থেকে লুব্রিকেন্ট বেরিয়ে যায়। এতে ওই ইঞ্জিনে জিরো হয়ে যায় অয়েল। যার কারণে বাধ্য হয়ে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিমানের ৬ জনকে সাময়িক বহিস্কারের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান বিমানমন্ত্রী।

প্রতিবেদনে দায়িত্ব অবহেলার জন্য ৬ জনকে সাময়িক বহিস্কারের সুপারিশ করা হয়েছে। এ রিপোর্টে তিনটা বিষয় খতিয়ে দেখা হয়; পরিবেশগত সমস্যা, কর্মকর্তাদের সম্পৃক্ততা ও যান্ত্রিক গোলযোগ। রিপোর্টে উঠে এসেছে, কর্মকর্তা অবেহেলার কারণেই যান্ত্রিক ত্রুটি হয়েছে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer