Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১০:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু

ঢাকা : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৭-১৮ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ ভোট গ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকেল ৫টায়।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম দিনের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ভোট পড়ে ৩ হাজার ৫১৮টি।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল লড়ছে। নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭ জন আইনজীবী তাদের ভোট দেবেন।

২০১৭-১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।

নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমান।

অন্য দিকে নীল প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer