Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ড. আব্দুর রশিদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ড. আব্দুর রশিদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুর রশিদ পুরকায়স্থের মৃত্যুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ড. আব্দুর রশিদ পুরকায়স্থ ছিলেন একজন কৃতি শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের প্রতিষ্ঠায় এবং ফার্মেসী শিক্ষার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. আব্দুর রশিদ পুরকায়স্থ ১৯৩৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যান। যুক্তরাষ্ট্রে তিনি বিশিষ্ট কেমিস্ট হিসেবে পরিচিত ছিলেন।

তিনি ২ অক্টোবর রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিউ জার্সিতে ওইদিন বাদ জোহর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer