Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে হবে’

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১২, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ১৫:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে হবে’

ঢাকা : জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।

বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে নতুন নতুন জাত উদ্ভাবনসহ প্রযুক্তি নির্ভর কৃষির ওপর জোর দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ৫ম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও আশা করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, `এখন বাংলাদেশ থেকেই বিদেশে খাদ্য রফতানি হচ্ছে। এ কারণেই বাংলাদেশ বর্তমানে ধান, সবজি ও মাছ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer