Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইউএস-বাংলা বহরে যোগ হচ্ছে আরেকটি ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

ইউএস-বাংলা বহরে যোগ হচ্ছে আরেকটি ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট

ঢাকা : ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর বহরে আগামীকাল আরেকটি বোয়িং যোগ হচ্ছে। কাল সকালে এই বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফটটি আসছে।

মাত্র দুই সপ্তাহ আগে এই বেসরকারি এয়ারলাইন্স-এর প্রথম বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফটটি বহরে যোগ দেয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর) এম কামরুল ইসলাম জানান, নতুন এয়ারক্র্যাফট আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তিনি বলেন, ‘এই এয়ারক্র্যাফটটি যোগ হওয়ার পর আমাদের ক্রমান্বয়ে ৭/৮টি আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, ‘আগামী ১১ নভেম্বর ওমানের মাসকাটে আমাদের ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।’
এক প্রশ্নের জবাবে কামরুল জানান, ক্রমান্বয়ে কলকাতা, ভূটান, চীনের গুয়াংঝু, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর ও দোহায় তাদের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ডিসেম্বরে কলকাতায় ফ্লাইট চালু হবে বলে তিনি জানান।

ইউএস-বাংলার ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, ভূটানের পারো এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনা করতে ভূটানী এয়ারলাইন্স-এর সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ‘প্রথম ১০/১২টি ফ্লাইট পরিচালনা করতে আমাদের ভূটানী এযারলাইন্স-এর ফাইলট প্রয়োজন। ঠিক এই মুহূর্তে তাদেরকে পাওয়া যাচ্ছে না। যখনই তাদের পাইলট পাওয়া যাবে তখনই ফ্লাইট পরিচালনা শুরু হয়ে যাবে।’

ইউএস-বাংলা বর্তমানে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আরেক প্রশ্নের জবাবে কামরুল জানান, নতুন এয়ারক্র্যাফট যোগ হলে তাদের বহরে এয়ারক্র্যাফটের সংখ্যা দাঁড়াবে ৫টিতে। এরমধ্যে বোয়িং ৭৩৭-৮০০ হবে ২টি এবং ডাস কিউ৮-৪০০ হবে ৩টি।
বেসরকারি এই এয়ারলাইন্স ইউএস-বাংলার যাত্রা শুরু হয় ২০১৪ সালের ১৭ জুলাই। তাদের প্রথম ফ্লাইট ছিল ঢাকা-যশোর রুটে।

অভ্যন্তরীণ ও ঢাকা-কাঠমান্ডু রুটে তারা এ পর্যন্ত ১৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer