Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আদিবাসী দিবসে রাঙ্গামাটিতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ১০ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদিবাসী দিবসে রাঙ্গামাটিতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি-বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার-এই প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে নানা কর্মসূচিরর মধ্য দিয়ে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৬।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় আদিবাসী উদয়াপন পরিষদের উদ্যোগে দিবসটির দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

পরে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় দিবসের আলোচনা সভা। চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, এম এন লারমা ফাউন্ডেশনের আহবায়ক বিজয় কেতন চাকমা, আইনজীবি সুষ্মিতা চাকমা।

পরে অনুষ্ঠান স্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিবসটি পালন উপলক্ষে রাঙ্গামাটি শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer