Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

সালমান ঈশ্বরের উপহার: আমির খান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সালমান ঈশ্বরের উপহার: আমির খান

ঢাকা : সালমান খানের অভিনয় দক্ষতা, প্রতিভা, শারীরিক গঠনে মুগ্ধ অভিনেতা আমির খান। দাবাং স্টারকে দরাজ সার্টিফিকেট দিয়ে আমির বলেন, সালমান ঈশ্বরের উপহার।

এই মুহূর্তে দুই তারকাই তাঁদের আসন্ন ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাট-এর জীবন অবলম্বনে তৈরি বায়োপিক ‘দঙ্গল’-এ অভিনয় করছেন আমির। এবং ‘সুলতান’-এ এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান। দুটি ছবির ক্ষেত্রেই অভিনেতাদের শরীরের গঠন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে দুজনের মধ্যে তুলনা একেবারেই পছন্দ নয় আমিরের।

আমির বলেন, আমার স্ত্রী কিরণ এবং আমি দুজনেই সালমানের অনুরাগী। সালমানের চেহারাও ভীষণই সুস্থ-সবল। সালমান প্রকৃত ‘বডি বিল্ডার’। ওর চেহারা আমার মতো অভিনেতার কাছে অনুপ্রেরণা।

মজা করে আমির বলেন, সালমানের কাছে আমি কোথায়! ও একজন হ্যান্ডসাম অভিনেতা। পোশাক ছাড়া ওকে আরও বেশি হ্যান্ডসাম দেখায়। ও ভগবানের দেওয়া উপহার।

এর আগে সুলতানের সেটে সালমানের ল্যাঙ্গোট পড়া কাদা মাখা ক্যামেরাবন্দি মুহূর্তের প্রশংসা করেছিলেন আমির পত্নী কিরণও।

এবিপিআনন্দ