Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৬ ১৪৩২, মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে : ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২০ জানুয়ারি ২০২৬

প্রিন্ট:

গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে : ট্রাম্প

ফাইল ছবি

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে চলতি সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপী নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি গ্রিনল্যান্ডকে ডেনমার্ক রক্ষা করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের এটা পেতেই হবে। তাদের এটা করতে হবে। ডেনমার্ক, তারা চমৎকার লোকজন হলেও তারা এটি রক্ষা করতে পারবে না।’

ডেনমার্ক ও দেশটির নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি (ডেনমার্কের) নেতাদের চিনি। তারা খুব ভালো মানুষ। কিন্তু তারা সেখানে (গ্রিনল্যান্ডে) যানও না।’সোমবার থেকে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া বিভিন্ন দেশের নেতাদের সাথে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন দেশের নেতাদের সাথে এটি নিয়ে কথা বলব। আমি মনে করি না তারা এর বিরোধিতা করবে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ‘খুব গুরুত্বপূর্ণ’।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাজ্যসহ ইউরোপের যে আটটি ন্যাটো মিত্র দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করছে, ফেব্রুয়ারি থেকে তাদের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা জুন নাগাদ ২৫ শতাংশে উন্নীত হতে পারে।ট্রাম্পের এই আচরণকে ইউরোপের অনেক নেতা ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্প বলছেন, তিনি শুল্ক আরোপের পদক্ষেপ ১০০ ভাগই বাস্তবায়ন করবেন।

ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। সম্পদসমৃদ্ধ এই দ্বীপটি ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
 
 
তিনি ডেনমার্কের কাছ থেকে এটি কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন এবং এ প্রস্তাবে রাজি না হলে ন্যাটোর সদস্য রাষ্ট্র হওয়ার পরও ডেনমার্কের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার হুমকি দিয়েছেন।
 
এদিকে গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকির মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তরে ব্রিটিশ সরকারের পরিকল্পনা ‘চরম বোকামির কাজ’ এবং ‘যুক্তরাষ্ট্র ও মিত্রদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি’।
 

Walton
Walton