Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

বাংলাদেশের কাছে দুঃখপ্রকাশ, আয়ের অর্থ ফিরিয়ে দিবে ফিলরেম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ মার্চ ২০১৬

আপডেট: ১৬:৩৫, ১৮ মার্চ ২০১৬

প্রিন্ট:

বাংলাদেশের কাছে দুঃখপ্রকাশ, আয়ের অর্থ ফিরিয়ে দিবে ফিলরেম

ঢাকা : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হওয়ার পর বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে এই অর্থ ফিলিপাইনের মুদ্রা পেসোতে রূপান্তর করা প্রতিষ্ঠান ‘ফিলরেম’।

প্রতিষ্ঠানটি অর্থ রূপান্তর থেকে প্রাপ্ত আয়ের থেকে এক কোটি ৭০ লাখ টাকা বাংলাদেশকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ফিলিপাইনে সিনেটের শুনানিতে ফিলরেম সার্ভিস করপোরেশনের সভাপতি সালুদ বাউতিস্তা বলেন, তাঁরা ওই অর্থ বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন। প্রথমে তাঁরা প্রশ্নবিদ্ধ ওই অর্থ পেসোতে রূপান্তরের ব্যাপারে আগ্রহীও ছিলেন না।

বিপুল পরিমাণ ওই অর্থ বাংলাদেশ থেকে চুরি করে আনা হয়েছিল তা ফিলরেম জানতো না দাবি করে সিনেটে শুনানিতে সালুদ বলেন, আমরা দুঃখিত। বাংলাদেশ সরকারের কাছে তাদের প্রতিষ্ঠান ১০ মিলিয়ন পেসোর একটি চেক পাঠাবে। এটা ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ রূপান্তরের তাঁদের প্রতিষ্ঠানের লাভের এক শতাংশের চার ভাগের এক ভাগ।

শুনানির সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত রিচার্ড গোমেজ সেখানে উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer