Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতীম শিল্পী অন্নপূর্ণা দেবীর জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ১৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতীম শিল্পী অন্নপূর্ণা দেবীর জীবনাবসান

ঢাকা : ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতীম শিল্পী অন্নপূর্ণা দেবী মারা গেছেন। শনিবার ভোররাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়৷ বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি৷মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর৷

অন্নপূর্ণা দেবীর আসল নাম রওশন আরা বেগম। ১৯২৭ সালের ২৩ এপ্রিল মধ্যপ্রদেশের মাইহারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী ওস্তাদ আলাউদ্দীন খাঁ। কালজয়ী সরোদ বাদক আলী আকবর খাঁ তার ভাই।

অন্নপূর্ণা তার বাবার কাছে তালিম নেন এবং তার বাবার ছাত্র ও বিখ্যাত সেতার বাদক রবিশংকরকে বিয়ে করেন। বিয়ের পর অন্নপূর্ণা হিন্দু ধর্ম গ্রহণ করেন৷ তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। রবিশংকরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম শুভেন্দ্র শঙ্কর। শুভ অল্প বয়সেই মারা যায়৷ পরবর্তীকালে অন্নপূর্ণা রুশিকুমার পাণ্ডেকে বিয়ে করেন৷

তার শিষ্যদের মধ্যে রয়েছেন হরিপ্রসাদ চৌরসিয়া,নিখিল বন্দ্যোপাধ্যায়,অমিত ভট্টাচার্য, আশিস খান প্রমুখ৷ সংগীত জাবনে তিনি দেখিয়েছেন অসামান্য কৃত্তি। তার কৃতিত্বের জন্য তিনি ১৯৭৭ সালে পদ্মভূষণ, ১৯৯১ সালে সংগীত নাটক একাডেমি আওয়ার্ড, ১৯৯৯ সালে দেশিকোত্তম খেতাব পান।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer