Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে ছালেহা বেগমের ভাষা সৈনিকের স্বীকৃতির দাবিতে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ১৮ জুন ২০২২

প্রিন্ট:

ময়মনসিংহে ছালেহা বেগমের ভাষা সৈনিকের স্বীকৃতির দাবিতে মতবিনিময়

ছবি- বহুমাত্রিক.কম

ময়মনসিংহ: ১৯৫২ সালে ময়মনসিংহের মুসলিম গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী স্কুলে কালো পতাকা উত্তোলন এর দায়ে বহিস্কৃত প্রয়াত ছালেহা বেগমের ভাষা সৈনিকের স্বীকৃতির দাবিতে ছালেহা বেগম ভাষা সৈনিক স্বীকৃতি আদায় পর্ষদের উদ্যোগে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভাষা সৈনিকের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়।

১৯৫২ সালে ময়মনসিংহের মুসলিম গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী রাষ্টভাষা বাংলার দাবীতে স্কুলে কালো পতাকা উত্তোলন এর দ্বায়ে বহিস্কৃত প্রয়াত ছালেহা বেগম এর ভাষা সৈনিকের স্বীকৃতির দাবীতে ছালেহা বেগম ভাষা সৈনিক স্বীকৃতি আদায় পর্ষদ এর উদ্যোগে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে ১৭ জুন বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ছালেহা বেগম ভাষা সৈনিক স্বীকৃতি আদায় পর্ষদ এর আহবায়ক ও ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি স্বাধীন চৌধুরী এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলন এর সহ সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, ভাষা সৈনিক ছালেহা বেগমের পুত্র সৈয়দ শাকিল আহাদ ও কণ্যা অ্যাডভোকেট সৈয়দা ফরিদা আক্তার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নাগরিক আন্দোলন এর কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি আব্দুল কাদের মুন্না, শিক্ষক নেতা সুলতান আহমদ, সাংস্কৃতিক সংগঠক আবুল মনসুর আহমেদ, অধ্যক্ষ নুরজাহান বেগম, সিনিয়র শিক্ষক অহনা নাসরিন, নাদিরা সুলতানা হ্যাপী, ব্যাংক কর্মকর্তা মোস্তফা মোঃ খাইরুল প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer