Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

মুক্তিযোদ্ধা’র পূর্বে ভুয়া শব্দ ব্যবহার যাবে না: হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১৪ মে ২০১৯

প্রিন্ট:

মুক্তিযোদ্ধা’র পূর্বে ভুয়া শব্দ ব্যবহার যাবে না: হাইকোর্ট

মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করলে তলব করা হবে বলে জানিয়েছে হাইকোর্ট। 

এ সংক্রান্ত এক রিট মামলার শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ অভিমত দেন।

আদালত বলেছে, কোন ব্যক্তি জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন কিন্তু তিনি তো মুক্তিযোদ্ধা নন। এ ধরনের ব্যক্তির কারণে সকল মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer