Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মাস্ক তৈরি শুরু করতে যাচ্ছে বিএমডব্লিউ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৯ এপ্রিল ২০২০

প্রিন্ট:

মাস্ক তৈরি শুরু করতে যাচ্ছে বিএমডব্লিউ

ঢাকা : নিজ প্রতিষ্ঠানের কর্মী এবং সাধারণ মানুষকে নভেল করোনাভাইরাস থেকে রক্ষার জন্য মাস্ক তৈরি করা শুরু করতে যাচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।

বুধবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অলিভার জিপসে রয়টার্সকে একথা জানিয়েছেন।জিপসে বলেন, খুব তাড়াতাড়ি বিএমডব্লিউ প্রতিদিন হাজার হাজার মাস্ক তৈরি করতে পারবে।

ইতোমধ্যে তারা নিজেদের মজুত থেকে ১ লাখ মাস্ক সরকারকে সরবরাহ করেছে। বুধবার আরো ৫০ হাজার মাস্ক এবং এক মিলিয়ন মেডিকেল গ্লাভস হস্তান্তর করেছে। সামনের দুই সপ্তাহে আরো এক মিলিয়ন মাস্ক তারা সরবরাহ করবে।

সোমবার বিএমডব্লিউ তাদের কারখানার উৎপাদন কাজ বন্ধ রাখার সময় ২ সপ্তাহ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer