Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

মদিনা-কুয়েত-কাঠমাণ্ডু রুটে ফ্লাইট চালু হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

মদিনা-কুয়েত-কাঠমাণ্ডু রুটে ফ্লাইট চালু হচ্ছে

সৌদি আরবের মদিনা, কুয়েত ও কাঠমাণ্ডু রুটে ফের ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমাণ্ডু এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এসব রুটের যাত্রীরা এখন থেকেই টিকেট সংগ্রহ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, কাঠমাণ্ডু ফ্লাইট ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। কাঠমাণ্ডু থেকে ফিরতি ফ্লাইট ছাড়ার নেপালের সময় বেলা ১১টা ২৫ মিনিট।

ঢাকা থেকে প্রতি রোববার ও বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে মদিনা ফ্লাইট ছাড়বে। ফিরতি ফ্লাইট সৌদি আরব সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।ঢাকা থেকে কুয়েতের ফ্লাইট প্রতি রোববার রাত পৌনে ৮টায় এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়বে।

কুয়েত থেকে বিমানের ফ্লাইট প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টায় এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে জানান, আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এসব ফ্লাইটের যাত্রীরা এখন থেকেই টিকিট কিনতে পারবেন। বিমানের যে কোনো সেলস অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার থেকে টিকিট কেনা যাবে। একই সঙ্গে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সমস্ত রুটের টিকেট কিনতে পারবেন যাত্রীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer