Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ভারতের ১০০ ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারের দখলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতের ১০০ ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারের দখলে

ঢাকা : কাশ্মীরে পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধাবস্থা বিরাজ করছে। এবার ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানের হ্যাকাররা।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ টিভির খবরে বলা হয়, ১০০ সাইট হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দপ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে।

এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল ওই হ্যাকের পিছনে ছিল ভারতীয় হ্যাকাররা।

জানা গেছে, শুধুই ভারতীয় ওয়েবসাইট নয়, হল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সৌদি আরবের বেশ কিছু সাইট হ্যাক করা হয়েছে। এর পেছনে ঠিক কী কারণ রয়েছে, তার তদন্ত চলছে। পরে অবশ্য ওয়েবসাইটগুলো পুনরায় কাজ করতে শুরু করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer