Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ব্রিটিশ আর্মির ইউটিউব, টুইটার অ্যাকাউন্ট হ্যাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ৪ জুলাই ২০২২

প্রিন্ট:

ব্রিটিশ আর্মির ইউটিউব, টুইটার অ্যাকাউন্ট হ্যাক

যুক্তরাজ্যের সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বিলিয়নেয়ার ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচার করেছে হ্যাকাররা। টুইটার ফিড এনএফটি-এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক এটি।

সেনাবাহিনী অ্যকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে যে তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যদিও আমরা এখন সমস্যাটির সমাধান করেছি, তদন্ত চলছে এবং ঘটনাটি স্পষ্ট না হওয়া পর্যন্ত মন্তব্য করা অনুচিত হবে।

তবে এ ঘটনার জন্য কারা দায়ী সেটি এখনো পরিষ্কার নয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer