Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পর্যটকদের জন্য দ্বার খুলল ভারতের ভিসা দেওয়া শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১৬ অক্টোবর ২০২১

প্রিন্ট:

পর্যটকদের জন্য দ্বার খুলল ভারতের ভিসা দেওয়া শুরু

প্রায় ১৯ মাস পর বিদেশি পর্যটকের জন্য ভ্রমণের অনুমতি দিচ্ছে ভারত। গতকাল থেকে নতুন করে পর্যটক ভিসা দেওয়া শুরু হয়েছে। তবে যারা চার্টার্ড বা ভাড়া করা বিমানে ভারতে যেতে চান তারাই এই ভিসা পাচ্ছেন। আর আগামী ১৫ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া শুরু হবে।

ভারত সরকারের নতুন নির্দেশনা অনুসারে, ১৫ অক্টোবরের আগে ইস্যু করা ভারতের সকল ভিসা অকার্যকর হবে। এর অর্থ ভারতে প্রবেশ করতে হলে ভ্রমণকারীদের নতুন ভিসা নিতে হবে। তবে করোনার টেস্টিং, টিকা এবং কোয়ারেন্টাইনের নিয়ম-কানুন এখনো ঘোষণা করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করে। তবে করোনা মহামারির কারণে গত বছর দেশটি ভ্রমণ করে মাত্র ২৭ লাখ ৪০ হাজার বিদেশি পর্যটক।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer