Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৯

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুল পুলিশে মুখপাত্র খালিদ জর্দান জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কাবুলের পশ্চিম দিকে ‘দাস্ত-ই-বার্চি’ এলাকার ‘কাজ এডুকেশন সেন্টারে’ এই বিস্ফোরণ ঘটে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক শিক্ষার্থী।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি তাকোর টুইটারে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। এখনও পর্যন্ত কোনও সংগঠনের পক্ষ থেকে এই বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি।

তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer