Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

অভ্যন্তরীণ রুটের ভাড়া নির্ধারণ করে দিল সিভিল এভিয়েশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ১৩ জুন ২০২০

প্রিন্ট:

অভ্যন্তরীণ রুটের ভাড়া নির্ধারণ করে দিল সিভিল এভিয়েশন

এয়ারলাইন্সগুলোর মধ্যে ভাড়া নিয়ে অসম প্রতিযোগিতা বন্ধে অভ্যন্তরীণ রুটে সর্বনিম্ন বিমান ভাড়া নির্ধারণ করে দিয়েছে সিভিল এভিয়েশন।কক্সবাজার ছাড়া বাকী ছয়টি রুটে সর্বনিম্ন ভাড়া এখন থেকে ২ হাজার ৫০০ টাকা। দূরত্ব বেশি হওয়ায় কক্সবাজারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, করোনাকালীন সময়ে যাত্রী টানতে কোন কোন এয়ারলাইন্স আকাশপথে অভ্যন্তরীণ রুটে ন্যুনতম ভাড়া অনেক কমিয়ে দেয়। এতে দেশি তিন বিমান সংস্থার মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়।

করোনাকালীন সময়ে গত কয়েক মাস ধরে আর্থিক ক্ষতিতে আছে এয়ারলাইন্সগুলো। তাই ইমেজ ও আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে।

আস্থা ফেরানো ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মূখ্য। তাই এই মুহূর্তে ভাড়া না বাড়াতে বলা হয়েছে এয়ারলাইন্সগুলোকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer