Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

পাকিস্তানের সেনাবাহিনীকে সবচেয়ে বড় ভূমিদস্যু বললো আদালত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১ মে ২০২১

প্রিন্ট:

পাকিস্তানের সেনাবাহিনীকে সবচেয়ে বড় ভূমিদস্যু বললো আদালত

পাকিস্তানের সেনাবাহিনীকে দেশটির সবচেয়ে বড় ভূমিদস্যু বলে আখ্যায়িত করেছে লাহোরের হাইকোর্ট। ভূমি দখলের অভিযোগে করা এক পিটিশনের শুনানি চলাকালে গত বুধবার লাহোর হাইকোর্টের পক্ষ থেকে ক্ষোভ ছেড়ে এমন মন্তব্য করা হয়।

শুনানিতে প্রধান বিচারপতি মোহাম্মদ কাশিম খান বলেন, সেনাবাহিনী যেভাবে সাধারণ মানুষের জমি দখল করছে তা ভূমিদস্যুতা ছাড়া আর কিছুই না। ইভাকিউ ট্রাস্ট প্রোপার্টি বোর্ডের কাছ থেকে লিজ নেওয়া জমি দখল না করতে সেনাবাহিনীর প্রতিরক্ষা গৃহায়ন কর্তৃপক্ষকে (ডিএইএ) আদেশ দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে পিটিশনটি দাখিল করেন তিন নাগরিক। 

ওই পিটিশনের শুনানি চলাকালেই ভূমি দখল নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ করেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি। খবর রিপাবলিক ওয়ার্ল্ড ডটকমের।পাকিস্তানের সেনাবাহিনী হাইকোর্টের একটি জমিও দখল করেছিল উল্লেখ করে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিচারপতি খান বলেন, তিনি বিষয়টি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে একটি চিঠি দিতে হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer