Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ভেনিজুয়েলার ২ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ যুক্তরাষ্ট্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ২৪ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভেনিজুয়েলার ২ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ঢাকা : যুক্তরাষ্ট্র ৪৮ ঘন্টার মধ্যে ভেনিজুয়েলার দুই শীর্ষ কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। 

কারাকাসের দুই মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জবাবে পাল্টা এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হেদার নয়ের্ট এক বিবৃতিতে বলেন, ‘মাদুরো সরকারের কারাকাসে মার্কিন দূতাবাসের চার্জ ডি এ্যাফেয়ার্স ও ডেপুটি চিপ অব মিশনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, হিউস্টনে ভেনিজুয়েলা দূতাবাসের চার্চ ডি’অ্যাফেয়ার্স এবং ভেনিজুয়েলান কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করে দুই দিনের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
নিকোলাস মাদুরো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর অবরোধ জোরদার করে। এরই প্রতিক্রিয়ায় এ সপ্তাহের গোড়ার দিকে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে।

ভেনিজুয়েলা ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অবিচারের’ স্বীকার বলে অভিযোগ করে দেশটির কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer