Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

মসুলে মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ১৯ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মসুলে মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস

ঢাকা : যুক্তরাষ্ট্র বলছে, ইরাকের মসুল শহরে যৌথ বাহিনীর হামলা থেকে বাঁচতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী।

আইএস নিয়ন্ত্রিত মসুলে বর্তমানে সাত লাখ মানুষ অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে এবং সেখানে পাঁচ হাজারেরও বেশি যোদ্ধা রয়েছে।

মসুলের পুনর্দখল নিতে তৃতীয় দিনের মতো আইএস এর বিরুদ্ধে লড়াই করছে ইরাকের সরকারি বাহিনী ও তাদের সমর্থিত বাহিনী।

পার্শ্ববর্তী কারাকোশ শহর আইএসমুক্ত করার খবর বের হলেও পরে ইরাকি সেনাবাহিনীর এক কমান্ডার সে খবর অস্বীকার করেন।

তবে যুক্তরাষ্ট্র সমর্থিত যৌথ বাহিনী বলছে, তারা ১০টি গ্রাম থেকে আইএস সদস্যদের বিতাড়িত করেছে।মসুল পুনর্দখলের লড়াইয়ে সরকারি সেনারা দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে এবং মিত্র কুর্দিশ বাহিনী পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে।

সোমবার থেকে মসুল পুনদর্খলে তীব্র আক্রমণ শুরু করে ইরাকের সরকারি বাহিনী ও মিত্র জোট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন , আইএস এর বিরুদ্ধে এ লড়াইয়ে সাধারণ মানুষ গৃহহীন হয়ে পড়লেও তাদের জন্য পরিকল্পনা রয়েছে এবং অবকাঠামোগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer