
ফাইল ছবি
পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম এবং অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এই সুবিধার আওতায় আসবেন।
সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা যেন আরও সহজে ও স্বস্তিতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সৌদি আরব সরকার ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুন এই উদ্যোগ সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
যেসব মুসল্লি সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি 'নুসুক ওমরাহ' নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এই সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে এবং ওমরাহর 'অনুমতিপত্র' সংগ্রহ করতে পারবেন। ব্যবহারকারীরা খুব সহজে কী কী সেবা চান, তা বেছে নিতে ও সময়সূচিও নির্ধারণ করতে পারবেন।
এই বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতিটি সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগটি দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
তারা ইমানদারদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন এবং তাদের ধর্মীয় আচার পালনের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আল্লাহর এসব অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ও আধ্যাত্মিক যাত্রা সহজ করতে সেরা সেবা প্রদান নিশ্চিত করার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ।