Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৪ ১৪৩২, শুক্রবার ১০ অক্টোবর ২০২৫

রাজধানীতে শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ৯ অক্টোবর ২০২৫

প্রিন্ট:

রাজধানীতে শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুজন লোক এই চুরির ঘটনা ঘটান। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।

জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়া ৪০ হাজারের মতো নগদ টাকা ছিল। চোর চক্র সব নিয়ে গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আসামি শনাক্ত করে গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তে গোয়েন্দা পুলিশসহ অন্যরাও। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables