Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৪ ১৪৩২, শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫

ফাইল ছবি

মেক্সিকোতে একটি এলপিজিবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।

কর্মকর্তারা জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।

আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables