Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৪ ১৪৩২, শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট:

ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

ফাইল ছবি

মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে।  এতে জাহাজটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার ( রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি এও দাবি করেন, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। 

গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় হামলা।

পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই ‘প্রাণঘাতী হামলা চালানো হয়েছে —যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত।'

ট্রাম্প আরও লেখেন, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং এটি আমেরিকানদের বিষ প্রয়োগের উদ্দেশ্যে পরিচিত একটি পাচারপথ দিয়ে চলাচল করছিল।

তিনি আরও লেখেন, ‘হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।’

যুক্তরাষ্ট্র চলতি মাসেই ভেনেজুয়েলা থেকে যাত্রা করা কথিত মাদকপাচারকারী নৌযান লক্ষ্য করে আরও দুটি হামলা চালিয়েছে। 

সর্বশেষ এই নৌযানে হামলার বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables