
ফাইল ছবি
পেরুতে সাড়ে তিন হাজার বছর পুরাতন একটি শহরের সন্ধান মিলেছে।গবেষকদের দাবি, এই শহর উপকূল ও আন্দেজকে যুক্ত করেছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রাচীন সভ্যতার সময় থেকেই এই অঞ্চলে বাণিজ্য হতো। এই শহর ছিল অ্যামাজন, আন্দেজ ও প্রশান্ত উপকূলীয় সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র।
ড্রোন থেকে প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করে গবেষকরা জানান, শহরটি গোলাকার। এখনো কাদামাটি ও পাথরের তৈরি বাড়ির চিহ্ন পাওয়া গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই বাড়িগুলোর উচ্চতা ছিল ৬০০ মিটার।
বারাঙ্কা প্রদেশের উত্তরাঞ্চলীয় এলাকায় এই শহরটি ১৮০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার অন্যতম প্রাচীন সভ্যতা কারালও সেসময় টিকে ছিল বলেও ধারণা গবেষকদের।
গবেষকদের মতে, কারাল সভ্যতা প্রাচীন মিসর, ভারত, সুমেরীয় ও চৈনিক সভ্যতার সময় টিকে ছিল। তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ৫ হাজার বছর আগে এই সভ্যতার অস্তিত্ব ছিল পৃথিবীতে।
পেনিকোর গবেষণাদলের প্রধান রুথ শ্যাডি বলেন, নতুন এই শহরেরর সন্ধানে কারাল সভ্যতার পর আরেকটি প্রাচীন সভ্যতার দুয়ার উন্মুক্ত হয়েছে তাদের সামনে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করছেন তারা। তিনি বলেন, ‘এই শহরটি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাচুয়ে বলেন, কারাল সভ্যতার মতোই পেনিকো আমাদের কাছে গুরুত্বপূর্ণ।