Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

পাকিস্তানে আবাসিক ভবন ধস : নিহত বেড়ে ১০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ৫ জুলাই ২০২৫

প্রিন্ট:

পাকিস্তানে আবাসিক ভবন ধস : নিহত বেড়ে ১০

ছবি- সংগৃহীত

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় শুক্রবার একটি পাঁচতলা ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ সময় ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহীদ মোতরমা বেনজির ভুট্টো ইনস্টিটিউট অব ট্রমা (এসএমবিবিআইটি)।

ডনের খবরে বলা হয়, করাচির সিভিল হাসপাতালের তথ্যানুযায়ী, ৯টি মরদেহ হাসপাতালে আনা হয় এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দও একই সংখ্যক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএমবিবিআইটির নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, আহতদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে

এর আগে করাচির খারাদার এলাকায় একটি ভবন ধসের ঘটনা ঘটে। এর কয়েকদিন পর গতকাল এই ঘটনা ঘটল। গত ডিসেম্বরে সিন্ধু বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্রাদেশিক সরকারকে করাচিজুড়ে ‘বিপজ্জনক’ ঘোষণা করা ৫৭০টিরও বেশি ভবন খালি করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

মূলত দুর্বল নিরাপত্তা মান ও নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এসব ঘটনা ঘটছে। দুই কোটিরও বেশি জনসংখ্যার করাচি দুর্বল নির্মাণ, অবৈধ সম্প্রসারণ, পুরাতন অবকাঠামো, অতিরিক্ত জনাকীর্নতা ও ভবন বিধিমালার শিথিল প্রয়োগের ক্ষেত্রে অনেকটাই উদাসীন।