Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের আন্দোলনে কর্মকর্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১৬ জুন ২০২৫

প্রিন্ট:

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের আন্দোলনে কর্মকর্ত

ছবি- সংগৃহীত

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা।সোমবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

২৫ মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।
 
এর আগে ঈদের পর সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম এবং বাদিউল কবীর। পরে অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা ছাড়া বেশ কয়েকজন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা কর্মচারীরা ফোরাম।
 
বৃহস্পতিবার ২২ মে বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার ২৫ মে সন্ধ্যায় প্রকাশ করা হয় গেজেট।