
ছবি- সংগৃহীত
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে একটি শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সিরীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।
প্রাদেশিক পুলিশ কমান্ডের একটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার ব্রডকাস্টার আল-ইখবারিয়া জানিয়েছে, দামেস্কের উত্তরে এবং আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হামার গ্রামাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কারে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটে।কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা প্রাথমিক এবং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।