Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি :বহু যাত্রী নিখোঁজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ৩ জুলাই ২০২৫

প্রিন্ট:

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি :বহু যাত্রী নিখোঁজ

ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পর্যটন দ্বীপ বালির নিকটবর্তী কেতাপাং উপকূলীয় এলাকায় একটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩ যাত্রী নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। খবর আল জাজিরার।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসক্যু এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২ জুলাই) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া নামের ফেরিটি ডুবে যায়

ফেরিটিতে মোট ৬৫ জন মানুষ ছিল। এর মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নাবিক। এছাড়া ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল বলে জানা গেছে। 

ফেরিডুবির পর রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত অন্তত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সাগরের উত্তাল পানিতে ভেসে থাকতে থাকতে অচেতন হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দুটি টাগ বোট এবং দুটি নৌকাসহ মোট নয়টি নৌকা নিখোঁজদের অনুসন্ধানে কাজ করছে। তবে রাতের অন্ধকারে প্রায় দুই মিটার (৬.৫ ফুট) উঁচু ঢেউয়ের সাথে রীতিমতো লড়াই করতে হচ্ছে। 

১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় ফেরি ট্র্যাজেডি সাধারণ ঘটনা যেখানে পরিবহনের জন্য প্রায়ই ফেরি ব্যবহার করা হয়। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer