Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

কংগ্রেসে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

কংগ্রেসে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ দেশটির কংগ্রেসে পাস হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এ প্যাকেজ পাস করা হয়।

প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে এটি পাস হয়। এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত এই বিলটি কংগ্রেসে পাস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি সই করলেই এটি  আইনে পরিণত হবে।

এই বিলে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে।

উল্লেখ্য, বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল।